Delivery Rules
আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি। ডেলিভারির সময় সাধারণত ঢাকা শহরের মধ্যে পরবর্তী দিন ডেলিভারি হয়ে যায় অর্থাৎ যেদিন অর্ডার করবেন তার পরের দিন ডেলিভারি হয়ে যায় তবে নরমালি আমরা দুই দিনের কথা বলে রাখি যে ঢাকা শহরের মধ্যে দুই দিন এবং ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে নরমালি তিনদিনের মধ্যে ডেলিভারি হয় ঢাকার বাইরে। ঢাকার বাইরে যাওয়ার ক্ষেত্রে পথে যদি কোন ধরনের জ্যাম না থাকে তাহলে অধিকাংশ পার্সেল ঢাকার বাইরের সদর পর্যায়ে অর্থাৎ জেলা সদর পর্যায়ে বা থানা সদর পর্যায়ে পরের দিনই ডেলিভারি হয়ে যায়। তবে অনাকাঙ্ক্ষিত কিছু কারণে নির্দিষ্ট সময় ডেলিভারি না হয়ে দু একদিন দেরিও হতে পারে হতে পারে দু-একটা পার্সেলের ক্ষেত্রে। যেমন প্রতিকূল আবহাওয়া, রাজনৈতিক অস্থিরতা বা পারিপার্শ্বিক প্রতিকূলতা ইত্যাদি।